আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ নভেম্বর: শিয়ালের কামড়ে আহত এক মহিলা সহ ৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের কাটিহার জেলার বারশই এলাকার ঘোড়াটিয়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাদের রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কাটিহার জেলার বারশই এলাকায় ঘোড়াটিয়া গ্রামের বাসিন্দা শেখ বিবারুদ্দিন শুক্রবার সকালে গ্রামের মানুষদের সাথে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ একটি শিয়াল শেখ বিবারুদ্দিনকে কামড় দিয়ে চলে যায়। গ্রামবাসীরা ওই শিয়ালকে তাড়া করলে পাশে সাবিত্রী চৌধুরী নামে এক মহিলাকে কামড়ায়। ওই মহিলা তখন আগুন পোহাচ্ছিলেন।
একই সময় মহম্মদ নিজামুদ্দিন নামে এক গ্রামবাসী জমিতে কাজ করছিলেন। তখন হঠাৎ নিজামুদ্দিনকে কামড়ায়। ওই দেখে গ্রামবাসী শিয়ালটিকে ধরতে জাল নিয়ে ছুটে আসে। ওই শিয়ালকে জাল দিয়ে ধরার সময় আহত হয় মহম্মদ লতিফ ও মুখশেদ আলি। গ্রামবাসীরা শিয়ালটিকে জাল দিয়ে ধরে ফেলে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে। গুরুতর আহত ওই ৫ জনকে রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসে। বর্তমানে চিকিৎসা চলছে তাদের।