আমাদের ভারত, ১ এপ্রিল, পূর্ব বর্ধমান: দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সভায় যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে বিভিন্ন রাজ্যের ১০ জনের মৃত্যুর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ধর্মীয়সভায় রাজ্যের ৭১ জন ছিলেন। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পাঁচজন ছিল বলে জানা গেছে। ওই পাঁচ জন এখনও দিল্লিতে আছেন বলে জানা গেছে।
দিল্লির নিজামুদ্দিনের দরগায় জমায়েতের খবর জানাজানি হতেই কোরোনা আতংক ছড়িয়েছে কাটোয়াতেও। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে অহেতুক আতংকিত হওয়ার কোনও কারণ নেই।
কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দিল্লির নিজামুদ্দিনে একটা ধর্মীয় সভায় যোগ দিতে কাটোয়া থেকে পাঁচ জন গিয়েছিলেন। তাদের চিহ্নিত করা হয়েছে। তারা দিল্লিতেই আছেন। তাদের পরিবারর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।