সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জানুয়ারি: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে পুরুষদের পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ৮৪ জন প্রতিযোগী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেন।
সংগঠনের সম্পাদক রবীন মন্ডল জানান, প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন পরীক্ষিৎ মাহাতো পুরুলিয়া, অমিয় দেব সিংহ পশ্চিম মেদিনীপুর ২য়, সুন্দর বাউরী বাঁকুড়া ৩য়, ৪র্থ চিরঞ্জিৎ মাহাতো পুরুলিয়া ও কার্তিক দে বাঁকুড়া ৫ম স্থান অধিকার করে।
প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, পৌরপ্রধান অলকা সেন মজুমদার, উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ, সংস্থার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ, দত্ত মোটরস এর পি এন সিং। সংস্থার কার্যকরী কমিটির সদস্য ভজন দত্ত নেতাজীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। দৌড় প্রতিযোগিতায় যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন দীপক ঘোষ। সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।