সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ নভেম্বর: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠের কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে একদল সন্তসাধু বাঁকুড়ায় প্রচারে বেড়িয়েছেন।
ইন্দাস, পাত্রসায়ের, সোনামুখী, কোতুলপুর, বিষ্ণুপুরে প্রচার সেরে আজ সকালে তারা বাঁকুড়া শহরে এসে পৌঁছান।বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে এক পথসভায় তারা বক্তব্য রাখেন। সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে এবং হিন্দু সমাজের সামগ্রিক উন্নতির লক্ষ্যে এই গীতাপাঠের আয়োজন।প্রত্যহ গীতা পাঠের সুফল, সমাজ ও পারিবারিক জীবনে গীতার উপদেশ পালনের সুফল সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখেন তাঁরা।
বাঁকুড়া জেলা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা বাপ্পা দাস জানান, সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলাতেও প্রচার কর্মসূচি পালিত হচ্ছে। সাধুসন্তরা ছোট ছোট পথসভায় মাধ্যমে সাধারণ নাগরিকদের অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানিয়ে বক্তব্য রাখছেন।

