Taldangra, By-election, তালডাংরা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী পাঁচ, তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ অক্টোবর: বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে এক নির্দল সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২০ বছর পর কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছে। শাসক দল তৃণমূলের ফাল্গুনী সিংহর সঙ্গে বিজেপির অনন্যা রায় চক্রবর্তীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। এছাড়াও সিপিএমের দেবকান্তি মহান্তি ও কংগ্রেসের তুষার কান্তি ষন্নিগ্রহী প্রার্থী হয়েছেন। শাসক দলের প্রার্থী পেশায় শিক্ষক স্থানীয় তালদা গ্রামের বাসিন্দা ও দলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনীবাবু তাঁর জয়ের ব্যাপারে অনেকটাই সুনিশ্চিত। এলাকায় সমাজ কর্মী হিসাবে তার একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তবে তার ঘাড়ের কাছে বিজেপি শ্বাস ফেলছে। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকট।

অন্যদিকে বিজেপি প্রার্থী একদা তৃণমূলের দাপুটে নেত্রী বাঁকুড়া পুরসভার বর্তমান নির্দল কাউন্সিলর অনন্যাদেবী। তিনি নিজেকে তালডাংরার ভূমিকন্যা হিসাবে দাবি করে বলেন, বাঁকুড়া পুরনির্বাচনে শাসক দল তৃণমূল প্রার্থীকে হারানোর ইতিহাস তাঁর রয়েছে। তিনি এই উপনির্বাচনেও জয় ছিনিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূলের দুর্নীতি ও অপশাসনে বিরক্ত মানুষ। ফলে তিনিই জয়ী হবেন বলে তিনি মন্তব্য করেন।

একদা বাঁকুড়ার লাল দুর্গ তালডাংরায় সিপিএমের প্রার্থী পেশায় শিক্ষক দেবককান্তি মহান্তী জানান, এবারের নির্বাচনে মানুষ বামপন্থীদেরই বেছে নেবে কারণ বিজেপি ও তৃণমূলের ওপর মানুষ বীতশ্রদ্ধ। তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ সরব। বাম ও কংগ্রেস জেট হয়নি এবার। কংগ্রেস একলা চলো নীতি নিয়েছে। তাই দীর্ঘ ২০ বছর পর এবার এই কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে। তুষারবাবু প্রাক্তন শিক্ষক এবং সমাজসেবী। তাঁর বক্তব্য, এবার কংগ্রেসকে বেছে নেবে তালডাংরার মানুষ। তালডাংরা বিধানসভা কেন্দ্র দখলে রাখতে গত বিধানসভা নির্বাচনে দলের দাপুটে নেতা অরূপ চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। পরবর্তীতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তৎকালীন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে হারাতে গত ২০২৪- এর নির্বাচনে অরূপবাবুকে প্রার্থী করে তৃণমূল। অরূপবাবু সাংসদ হওয়ায় নিয়ম অনুসারে তাকে বিধায়কের পদ ছাড়তে হয়েছে। সেই কারণে তালডাংরা বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর নির্বাচন হতে চলেছে। এবারেও তৃণমূল এই কেন্দ্র নিজেদের দখলে রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *