আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ডিসেম্বর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার উত্তর আড়বোনা গ্রাম থেকে উদ্ধার হয়েছে একটি পূর্ণ বয়স্ক বনবিড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষের বাড়ি থেকে দীর্ঘদিন ধরে হাঁস-মুরগি খেয়ে যাচ্ছিল একটি বন্যপ্রাণী। প্রাণীটিকে ধরার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে ফাঁদ পাতা হয়েছিল। মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় এলাকাবাসীরা ওই ফাঁদে আটকে থাকা একটি প্রাণীকে দেখেতে পান এবং তা ধরে ফেলেন। প্রাণীটি বাঘের মতো দেখতে বলে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে ফাঁদে থেকে ছাড়িয়ে একটি খাঁচার মধ্যে ধরে রাখে। খবর পেয়ে এলাকার মানুষ পশুটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমায়।
বন্যপ্রাণ সচেতন কয়েকজন পুলিস এবং বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা গিয়ে বন-বিড়ালটিকে উদ্ধার করে। বনকর্মী মিন্টু চক্রবর্তী জানান, “দাঁতনের উত্তর আড়বোনার সনাতন মুর্মু নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি পূর্ণবয়স্ক ফিশিং ক্যাট উদ্ধার করা হয়েছে। সামান্য কিছু আঘাত রয়েছে শরীরে। বেলদার পশু চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বন্যপ্রাণীটির।