Khargapur, Hospital, খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালে সফল প্রথম অস্ত্রোপচার, আগামী কয়েক দিনের মধ্যেই চালু হবে ইনডোর পরিষেবা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: পুজোর মুখে সুখবর। আগামী কয়েক দিনের মধ্যেই চালু হতে পারে আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালের ইনডোর পরিষেবা। পুজোর ঠিক মুখেই জটিল এক অস্ত্রপ্রচারে সাফল্য মিলেছে। জটিল অস্ত্রোপচারের পর একই দিনে ছুটি দেওয়া হয়েছে রোগীকে। আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালে সম্পন্ন হয়েছে প্রথম সফল অস্ত্রোপচার। রবিবার ষষ্ঠীর দিনে এই সুখবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফেই।

জানা গিয়েছে, শুক্রবার হাসপাতালের বর্ষীয়ান চিকিৎসক আর কে বেহেরার নেতৃত্বে এক ব্যক্তির আঙুলে অস্ত্রোপচার করা হয়। পেরেকের মতো একটি ধারালো জিনিস তার আঙুলে বিঁধে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হয়েছিল। এরপরই ওই ক্ষতস্থানের চিকিৎসার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আউটডোরে চিকিৎসা করাতে আসা ওই ব্যক্তির হাতের অস্ত্রোপচার করা হয় জরুরি ভিত্তিতে। আর প্রথম এই অস্ত্রোপচারে মিলেছে সফলতা।

আইআইটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক ব্যক্তি আঙুলে ক্ষত নিয়ে আউটডোরে চিকিৎসা করাতে আসে। আউটডোরে পৌঁছলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেই অস্ত্রোপচার করেন বর্ষীয়ান এই চিকিৎসক এবং তা সফল ভাবে বার করা হয়। এরপরে বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়। পরে তিনি সুস্থ বোধ করলে ফের ফের তার চেকআপ করা হয়। তার পরে তাকে বাড়ি ফেরত পাঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *