স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ সেপ্টেম্বর:আগে বদলা, তারপর বদল, শুক্রবার নদিয়ার চাকদহের এক জনসভায় এসে এই স্লোগানেরই ডাক দিলেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। এদিন তিনি বলেন, আজকাল ফেসবুক সহ নানা জায়গায় একটা ট্যাগ লাইন দেখছি, বদলও হবে, বদলাও হবে। কিন্তু আমি চাই আগে বদলা,পরে বদল। তিনি বলেন, যে বুথ কর্মীদের রক্তের বিনিময়ে আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেই রক্তের বদলাটা আগে নিতে হবে। তারপরে নবান্নে গিয়ে সরকার গঠন করব। তাই আগে বদলা নেওয়ার জন্য তৈরি হন। তিনি আরো বলেন, বিজেপি কিছু করতে গেলেই ওরা বাধা দিচ্ছে, কারণ ওরা ভয় পেয়েছে। তবে আর চার থেকে পাঁচমাসের মধ্যে যাদের ভরসায় এরা বাধা দিচ্ছে তারাও আর ওদের পাশে থাকবে না বলে দাবি শুভ্রাংশু বাবুর।
দলীয় কর্মীদের তিনি বলেন, সংঘবদ্ধ হন, মুষ্টিবদ্ধ হাত করুন, বদলা নিতে তৈরি হোন। বদলা নিতে পারলেই বদল আসবে। এদিনের জনসভায় শুভ্রাংশু বাবু ছাড়াও উপস্থিত ছিলেন সৌমিত্র খান। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীকে মাজায় দড়ি বেঁধে ঘোড়াবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ দেখা যাচ্ছে উনি গরুচুরির সঙ্গে যুক্ত। ওনার ভাইপো গরুচোর। এছাড়াও যত ট্রাক চলে সব থেকে তোলা তোলা হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ক্লাবে ক্লাবে পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে ভোটের সময় ওই ক্লাবগুলোকে দিয়ে বোমা গুলি মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।