আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি: উত্তরবঙ্গে প্রথম সরকারি খরচে তৈরি ইকো টুরিজম হাবের উদ্বোধন হলো। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুন বস গ্রামপঞ্চায়েতের গৌড়ি কোন এলাকায় তৈরি করা এই হাবের উদ্বোধন করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা। উপস্থিত ছিলেন জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ মহুয়া গোপ, শিক্ষা কর্মাধক্ষ প্রণয়িতা দাস, ডিপি ডিআরডিসি সহ একাধিক সরকারি আধিকারিক এবং বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রধানরা।

বারোপাটিয়া নতুন বস গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতির, পিএনআরডি সহ একাধিক দপ্তরের আর্থিক সাহায্যে এই ইকো-ট্যুরিজম হাবে প্রায় ৫ কোটি টাকা খরচ করা হয়েছে। আগামীতে আরো কিছু সৌন্দর্যায়নের কাজ করা হবে এখানে জানালেন অরিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা।
বৈকুন্ঠপুরের জঙ্গল, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, তিস্তা পাড়ের গৌড়ী কোনে ওই জায়গায় প্রতি শীতেই পরিযায়ী পাখিরা ভিড় জমায়। আবার ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সতী পিঠের একপিঠ ভামরী দেবীর মন্দির। রয়েছে শতাব্দী প্রাচীন গৌড়ী কোন মন্দির। এই জায়গাকে কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম স্পট তৈরি করার চিন্তা ভাবনা শুরু করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। যা আজ সাফল্যের মুখ দেখলো।

