আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে জোড়া বিস্ফোরণে কাঁপে জম্মুর নারওয়াল। ২০ মিনিটের ব্যবধানে জোরালো বিস্ফোরণে আহত হয়েছিল ৯ জন।সেই ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য পেয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ভারতে এই প্রথম পারফিউম বম্ব- এর মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়।
বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, এই ঘটনায় পারফিউম বম্ব বা সুগন্ধি বোমা ব্যবহার করা হয়েছিল। পুলিশের দাবি, ভারতে প্রথম সন্ত্রাসবাদী হামলায় এই ধরনের পারফিউম ইমপ্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস ব্যবহার করা হল। নারওয়ালের জোড়া বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে লস্কর ই তৈবার এক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়। এই সন্ত্রাসবাদী একসময় জম্মুর এক সরকারি স্কুলের শিক্ষক ছিল। তার কাছ থেকে আরও একটি পারফিউম আইইডি উদ্ধার হয়েছে। ওই ব্যক্তির নাম আরিফ। সে এক সময় স্থানীয় সরকারি স্কুলে শিক্ষকতা করত। গত তিন বছর ধরে পাকিস্তানী সন্ত্রাসবাদীদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছিল। কাশীম নামে পাকিস্তানের লস্কর ই তৈবার কমান্ডার তার হ্যান্ডেলার। কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার জন্য কাশীম দায়ী।
গত ডিসেম্বর থেকে আরিফের হাতে তিনটি পারফিউম আইডি পৌঁছে দিয়েছিল এই কাশীম। ২১ জানুয়ারির মধ্যে দুটি আইডি নারওয়াল এ দুটি জায়গায় রেখেছিল আরিফ। পরের দিন সেই দুটি আইডিতে বিস্ফোরণ ঘটেছিল। তবে শুধু নারওয়ালের হামলায় নয়, ২০২২ সালের মে মাসে বৈষ্ণো দেবী তীর্থযাত্রী ভর্তি বাসে যে বোমা হামলা হয়েছিল তাও ঘটিয়েছিল আরিফ। পুলিশের জেরার মুখে অপরাধ স্বীকারও করেছে সে। সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল, ২৪ জন আহত হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই প্রথম তারা পারফিউম আইইডি উদ্ধার করেছে। এর আগে ভারতে কখনো কোনো সুগন্ধি আইডি পাওয়া যায়নি। পারফিউমের শিশিতে বিস্ফোরক রাখা থাকে। যদি কেউ শিশিটি খোলার চেষ্টা করে বা বোতলের মুখে চাপ দেয় তাহলে আইইডিটিতে বিস্ফোরণ ঘটে।

