পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পেনশনার্স শাখার প্রথম জেলা সম্মেলন আজ মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন রাজ্য কমিটির সভাপতি সুনীল কর। প্রয়াত মৃগেন মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একটি মিছিল করে।
সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভুঁইঞা, রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক অডিও বার্তায় সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি শীতল প্রসাদ বিদ বক্তব্য রাখেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ও পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ও পিংলার বিধায়ক অজিত মাইতি। কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় সহ রাজ্য পেনশনার্স শাখার অন্যান্য নেতৃত্বরা।
পেনশনার্সদের সার্বিক সমস্যা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে “মা মাটি মানুষ” এর সরকারের হাতকে শক্ত করার অঙ্গীকার এই সম্মেলন থেকে গৃহীত হয়। সম্মেলনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি জেলার বিভিন্ন মহকুমা থেকে অংশগ্রহণ করেছিলেন। ৬৭ জন সদস্যকে নিয়ে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী নতুন জেলা কমিটি গঠিত হয়। সভাপতি, কার্যকারী সভাপতি ও কোষাধ্যক্ষ হিসাবে যথাক্রমে মদনমোহন ভট্টাচার্য, দিলীপ কুমার সরখেল ও গৌরী শঙ্কর ভট্টাচার্য নির্বাচিত হন।