আমাদের ভারত, ২ ডিসেম্বর: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মারন ভাইরাস থেকে মুক্তির আলো দেখতে পেল মানবজাতি। ফাইজারের করোনা টিকাকে অনুমোদন দিল ব্রিটেন। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনে শুরু হবে করোনার টিকাকরন। এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রেই ব্রিটান এই টিকা ব্যবহার শুরু করবে।
এই ভ্যাকসিন কে আশঙ্কাজনক রোগীর দেহে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দেয় মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি। এরপর টিকাকরণের অনুমোদন দেয় ব্রিটেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী সাত দিনের মধ্যে গণহারে উৎপাদিত হয়ে আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য এই টিকা বাজারে চলে আসবে।
বুধবার আনুষ্ঠানিকভাবে ফাইজারকে ছাড়পত্র দেয় ব্রিটেনের। আগামী সপ্তাহ থেকে সেটি প্রয়োগ করা হবে। এখন দেখার পালা কিভাবে ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিন করোনার মতো মারন ভাইরাসের সঙ্গে কতটা লড়াই করতে সক্ষম তার দিকেই তাকিয়ে বিশ্ব।