আমাদের ভারত, ৫ নভেম্বর: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আমরা কিন্তু বলিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তৃণমূল করতে হবে।’
সোমবার কাটোয়ায় দলের সদস্যপদ অভিযানে অংশ নিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে গেলে পূরণ করতে হবে ভারতীয় জনতা পার্টির ফর্ম।” বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে কেউ কেউ সমালোচনা করছেন।
মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১৫৫তম জন্মতিথি উপলক্ষে মাল্যদান অনুষ্ঠানে আসেন ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তখন সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বিজেপিকে কটাক্ষ করেন তিনি।
ফিরহাদ হাকিম বলেন, ‘স্বাস্থ্য সাথীর কার্ড কে পায় না? সব রাজনৈতিক দলের মনোভাবাপন্ন লোকজনই পান। কিন্তু বিজেপি এই ধরনের মন্তব্য করে কারণ তাঁরা সব বিষয় নিয়েই রাজনীতি করতে চায়। রাজনীতিকরণ ছাড়া বিজেপি কিছু বোঝে না। এটাই ওদের নোংরা খেলা।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ আগেই বিজেপিকে নিশানা করে বলেছেন, কুৎসা করে বাংলা দখল করতে না পেরে এখন টাকার প্রলোভন দেখাচ্ছে।