নীল বনিক, আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: ফের নাম না করে অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, রামগড়ের গব্বরের আইন রাজ্যের মানুষ মানবেন না। শনিবার খিদিরপুর মোড়ে একথা বলেন তিনি। তিনি বলেন, সিএএর বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন চলবে। তবে আন্দোলনকারিদের শান্তিপূর্ন আন্দোলন করার জন্য এদিন বার্তা দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সবকটি বিধানসভা এলাকায় আজ থেকে সিএএর বিরুদ্ধে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা। শনিবার কলকাতায় তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপধ্যায়ের নির্দেশে সকাল থেকেই ধর্নায় বসেছেন। আজ সকালে এন্টালিতে সিএএর বিরুদ্ধে ধর্নায় বসেছেন তৃণমূল বিধায়ক স্বর্নকমল সাহা। তিনি বলেন, সংবিধান না মেনে কেন্দ্রীয় সরকার সিএএ আইন তৈরি করেছে, যা এরাজ্যে কখনই মানা সম্ভব নয়। তার আরও অভিযোগ, বিজেপি সরকার পুরোপুরি ব্যার্থ। দেশের অর্থনৈতিক হাল বর্তমানে খুব খারাপ। তার থেকে মানুষের নজর ঘোরাতেই মোদি সরকার এই আইন প্রনয়ন করেছে বলে জানান তৃণমূল বিধায়ক স্বর্নকমল সাহা। পাশাপাশি নির্বাচনে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলি এদিন মানুষের কাছে তুলে ধরা হবে। যাতে মানুষ বুঝতে পারে বিজেপি তার রির্বাচনী প্রতিশ্রুতি কিছুই রাখেনি।
অন্যদিকে সিআর অ্যাভিনিউতে তৃণমূলের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। তিনিও সিএএ আইন নিয়ে বিজেপির চিন্তাভাবনা মানুষের মধ্যে তুলে ধরছেন। প্রথমে কলকাতায় সিএএর বিরুদ্ধে নিজেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা সহ গোটা রাজ্যে তার বিধায়কদের নিজের বিধানসভা এলাকায় সিএএর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে রাস্তায় নামালেন তৃণমূল সুপ্রিমো। লক্ষ্য একটাই সিএএ নিয়ে বিজেপিকে আরও বেশি চেপে ধরা।