নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ সেপ্টেম্বর: পুজোর আগেই সমস্ত রাস্তাঘাট সারাইয়ের প্রতিশ্রুতি দিলেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। শনিবার কলকাতার পার্কস্ট্রীটে তিনি বলেন, আমরা সব রাস্তাঘাট নিশ্চই ঠিক করব। প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যের সব শহরেই বর্ষাতে ভেঙ্গেছে রাস্তা। আমফানের জন্যও রাস্তাঘাট অনেক জায়গায় ভেঙ্গে গেছে। লকডাউনের জন্যও বর্ষার আগে এবার রাস্তাঘাট সারাই করে উঠতে পারেনি পৌরদফতর। যার ফলে ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে অসুবিধে হচ্ছে সাধারণ মানুষের।
সেই প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেন, আবহাওয়ার একটু উন্নতি না হলে কাজ করা যাচ্ছে না। কলকাতা শহরের মাটি গঙ্গারমাটি। সেইজন্য মাটিও নরম। তাই বৃষ্টিটা একটু কমলেই কলকাতা সহ শহরতলীর রাস্তা ঠিক হয়ে যাবে বলে রাজ্যের মানুষকে আশ্বাস দেন ফিরাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, উন্নয়নের ব্যাপারে রাজ্যের মানুষের এই সরকারের উপর ভরসা রয়েছে। দাঙ্গা সৃষ্টিকারীদের উপর বাংলার মানুষ ভরসা করবে না বলেও পার্কস্ট্রীটে জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম।

