কুমারেশ রায়, আমাদের ভারত, খড়গপুর, ২৩ নভেম্বর: “খড়গপুরে এক পাগলকে নিয়ে চলেছে মানুষ। কখনো বলছেন গরুর দুধে সোনা আছে, কখনো বলছেন এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেব। তিন বছর খড়গপুরের বিধায়ক ছিলেন কিন্তু বিধানসভায় খড়গপুরের জন্য একটা কথাও বলেননি।” নির্বাচনী প্রচারের শেষ দিনে এসে দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শেষ দিনে খড়গপুর সদর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খড়গপুর শহরের পাঁচবেড়িয়া, ঈদগা, কাজী মহল্লা সহ একাধিক জায়গায় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন ফিরহাদ হাকিম।