রাজেন রায়, কলকাতা, ২ ডিসেম্বর: আগে থেকেই ঠিক ছিল কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পাবেন এই শহরে প্রথম ভ্যাকসিন। সেইমতো বুধবার বিকেল চারটে নাগাদ নাইসেডে এসে ভ্যাকসিন নিলেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, রাজ্যে এই তৃতীয় ট্রায়ালের দ্বিতীয় টিকা নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথম টিকা নিয়েছেন বিপ্লব যশ নামে অন্য এক ব্যক্তি।
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম পাল্টা নাইসেডের অধিকর্তাদের ধন্যবাদ জানান। বলেন, “একটা ভ্যাকসিন নিলে যদি মানুষের উপকারে লাগে তাহলে সেটাই বড় কথা”। এদিন ফিরহাদ হাকিমকে বেলেঘাটা নাইসেডে ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি দেড়ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে মন্ত্রীর শারীরিক অবস্থা বুঝে তারপর তাকে ছুটি দেওয়া হয়। ভ্যাকসিন প্রয়োগের পর কোনও সমস্যা হলে বেলেঘাটা আইডিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একটি বেড বরাদ্দ রাখা হয়েছিল ফিরহাদ হাকিমের জন্য।
তবে শেষ পর্যন্ত তার প্রয়োজন পড়েনি।
নাইসেড প্রধান শান্তা দত্ত এদিন বলেন, “অনুষ্ঠান পর্ব মিটে গেলে স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাব। নথিভুক্ত করা নাম অনুযায়ী নাইসেডে স্বেচ্ছাসেবকদের নিয়ে আসা হবে। ইতিমধ্যে ৩৫০টি আবেদন জমা পড়েছে। কিন্তু সকলকেই দেওয়া হবে এমনটা নয়। এর আগে প্রশ্ন উত্তর সহ একাধিক পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যাবে স্বেচ্ছাসেবকরা। তারপর রিপোর্ট ঠিকঠাক এলে তাদের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন।’