আমফানে হুগলী জেলায় মৃত তিন জনের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

আমাদের ভারত, হুগলী, ২৩ মে: আমফানে হুলগী জেলায় মৃত তিন জন উত্তম পাল, পুরুষোত্তম যাদব, সঞ্জীব পোদ্দারের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল রাজ্য সরকার। হুগলীর শ্রীরামপুরে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে জেলার পুরপ্রধান, মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তিন জনের পরিবারের হাতে চেক তুলে দেন কলকাতার মেয়র তথা পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ হাকিম বলেন, এই ঝড়ে এতবড় ক্ষতি হবে তা আমরা কেউই ভাবতে পারিনি। রাজ্যের পুরসভার পুরপ্রধান থেকে সব কাউন্সিলররা ঝাঁপিয়ে পড়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। জল বিদ্যুৎ এখনও পৌছয়নি সব যায়গায়। সিইএসসির সঙ্গে বৈঠক করে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে। ওড়িশায় দেড়মাস লেগেছে পরিস্থিতি স্বাভাবিক করতে। এখানেও সময় লাগবে। একটু ধৈর্য ধরতে হবে। এর মধ্যেও অনেক উস্কানি রয়েছে। কিন্তু সেসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *