আমাদের ভারত, কলকাতা, ২১ফেব্রুয়ারি: নাম না করে মুকুল রায়কে ফেল করা ছাত্রর সঙ্গে তুলনা করলেন ফিরাদ হাকিম। শুক্রবার কলকাতার মেয়র বলেন, যারা পড়াশোনা করেন না তারাই পরীক্ষাকে ভয় পায়। আর যারা করে তারা পরীক্ষাকে ভয় পায় না। এরপরেই কলকাতার মেয়র নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করে বলেন তৃণমূল ফেল করা ছাত্রদের নিয়ে ভাবে না। শুক্রবার কলকাতায় ভাষা দিবসের শহিদের শ্রদ্ধা জানিয়ে ফের বিজেপিকে কটাক্ষ করেন তিনি। কলকাতার মেয়র বলেন, এরাজ্যের মানুষ সবাইকে সম্মান করতে জানে। ধর্ম, মত সবাইকে আমরা সম্মান করি। তবে যারা করেন না তারা বাঙলায় কোনদিন দাগকাটতে পারবে না বলে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন ফিরাদ হাকিম।