রাজেন রায়, কলকাতা, ৯ নভেম্বর: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল তপসিয়ার ২৪ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বস্তিতে। মঙ্গলবার দুপুরে আচমকাই এখানে ভয়াবহ আগুন লাগে। সাম্প্রতিক কালে এলআইসি বিল্ডিংয়ের আগুনের পর এত বড় আগুন দেখেননি অনেকেই। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেও আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলের ১২টি ইঞ্জিন দহ কর্মীদের। ঘটনার খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার একটি রঙের কারখানাতে প্রথমে আগুন লাগে। আগুনে দ্রুত পুড়ে ছাই হয়ে যায় ৫০ থেকে ৬০ টি ঝুপড়ি। ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। পরে আরও ৬ টি ইঞ্জিন পাঠানাে হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আর কাছেই মােবিল ও তেলের কারখানা থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানাের কাজে হাত লাগান।