সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১ ডিসেম্বর: মাঝরাতে বিধ্বংসী আগুন লাগল কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। ভস্মীভূত হল চামড়ার গুদাম, দুটি ঝুপড়ি, রেস্তোরাঁ ও বেসরকারি হাসপাতালের নার্সিং স্কুলের একাংশ। আগুন নেভাতে গিয়ে জখম স্থানীয় এক বাসিন্দা। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৩ টে নাগাদ চামড়ার গুদামে প্রথমে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের দুটি ঝুপড়ি ও রেস্তোরাঁয়। আগুনে ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চত্বরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্কুলও। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে দমকল। এরপর দমকলের ৫টি ইঞ্জিনের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাতের দিকে হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।