সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯ জানুয়ারি: ফের সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। আগুন নেভাতে গিয়ে জখম হলেন এক দমকল কর্মী। ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানার কাঁকুড়গাছি মোড়ের একটি বহুতলে।
রবিবার সকালে সাড়ে ৮টা নাগাদ কাঁকুড়গাছির একটি বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যা দেখে তৎক্ষণাৎ দমকলকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আসে দমকলের ৫টি ইঞ্জিন।
জানা গিয়েছে, ওই বহুতলের প্রথম দোতলার ফিটনেস সেন্টারে আগুন লাগে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহুতলে। বহুতলের দোতলার ফিটনেস সেন্টার থেকে কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয় দমকলের এক কর্মী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশও। সকাল ১১ টা ১০ নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগে যায়। ঘটনার সময় অনেকেই জিমের ভিতরে ছিল। তবে দ্রুত তাঁরা সবাই নীচে নেমে আসায় বড়ধরনের বিপদ এড়ানো গিয়েছে।