আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৯ সেপ্টেম্বর: তারাপীঠে সর্বক্ষণের জন্য একটি দমকলের গাড়ি থাকবে। জেলা শাসক জায়গা চিহ্নিত করে দিলে তারাপীঠে অত্যাধুনিক দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। শনিবার তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
এদিন দুপুরে মা তারার পুজো দেন সুজিত বসু। ছুটির দিন হওয়ায় তারাপীঠে পুজো দিতে এসেছেন বলে জানান তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নলহাটি, মুরারই এবং লাভপুরে দমকল কেন্দ্র হবে। দুবরাজপুরে কাজ শুরু হয়েছে। তারাপীঠে জমি পাওয়া গেলে স্থায়ী দমকল কেন্দ্র গড়া হবে। এই মুহূর্তে একটি গাড়ি সর্বক্ষণের জন্য রাখা হবে”। রামপুরহাটে নিয়ম বহির্ভূত ভাবে বহুতল গজিয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, “বহুতল নির্মাণের ক্ষেত্রে নিয়ম মেনে নির্মাণ করা উচিত। যদি কেউ নিয়ম না মানেন তাহলে দুর্ঘটনার দায় তাদের নিতে হবে”।
ধুপগুড়ি বিধানসভায় জয় প্রসঙ্গে সুজিতবাবু বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এখানে কেউ বলতে পারবে না ভোট দিতে পারেননি। জেনে রাখুন বাংলায় মমতা বন্দ্যোপাধায়ের বিকল্প কেউ নেই। দেশেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। তাই তো আমরা ২১৫ আসন পেয়েছিলাম। মানুষকে আমরা বিশ্বাস করি। মানুষই শেষ কথা বলেন”।