আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৪ নভেম্বর: কালিপুজোর দিন গোপন অভিযানে আলিপুরদুয়ার জেলাসদর থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার থানার পুলিশের একটি বিশেষ দল জেলাসদরের বাটামোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আচমকা অভিযান নামে। উদ্ধার হয় প্রায় লাক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি। একটি দোকানের ঘরের ভেতর বাজিগুলি মজুত করা হয়েছিল। সেখান থেকেই উদ্ধার করা হয় বাজিগুলি।এসডিপিও কুতুবউদ্দিন খান জানান, “কে বা কারা বাজি মজুত করেছিল তাদের সন্ধান শুরু হয়েছে। নির্দিষ্ট ধারায় একটি মামলা রজু করা হয়েছে।”