আমাদের ভারত, ভাঙড়, ১৪ নভেম্বর: উচ্চ আদালতের নির্দেশে এবার বাজি বিক্রি বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কালীপূজো, দীপাবলি ও ছটপুজোয়। কিন্তু উচ্চ আদালতের সেই নির্দেশকে অমান্য করে দক্ষিন ২৪ পরগনার ভাঙড় বাজার এলাকায় এক ব্যবসায়ী প্রচুর বাজি মজুত করে বিক্রি করছিলেন। গোপন সূত্রে সেই খবর পেয়ে শনিবার দুপুরে ভাঙড় থানার পুলিশ সেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর আতস বাজি ও শব্দবাজি উদ্ধার করেছে। পুলিশের দাবি, প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বাজি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঐ দোকানের মালিক রঞ্জিত সাধুখাকে গ্রেফতার করেছে পুলিশ। সমস্ত বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ভাঙড় থানার পুলিশ।