ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাস মেলার অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাস মেলার অনুষ্ঠান মঞ্চ। গতকাল আনুষ্ঠানিকভাবে ময়নাগড়ের রাস মেলার উদ্বোধন করেন প্রাপ্তন মন্ত্রী ডাক্তার সৌমেন মহাপাত্র। আর আজ ভোররাতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড।

প্রসঙ্গত ময়নাগড়ের শ্যামসুন্দর জিউ প্রত্যেকদিন ভোররাতে ময়নাগড় থেকে রাস মঞ্চে আলোর রোশনাই এবং আতশবাজি সহযোগে ময়নার রাসমঞ্চে আসেন। সেই সময় আগুন লাগে। ভোররাতের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল হাজার হাজার দর্শণার্থী। সূত্রের খবর, ময়নাগড়ের রাসমেলার অনুষ্ঠান মঞ্চের ঠিক পিছনে এক ধরনের প্রয়োজনীয় গাছের চাষ ছিল। যা অনেকটা দাহ্য। কোনও কারণবশত বাজির আগুন গিয়ে ওই স্থানে পড়লে এই বৃহৎ অগ্নিকাণ্ড ঘটে। তবে অনুষ্ঠান মঞ্চকে আগুনের হাত থেকে রক্ষা করল রাস মেলা কমিটির সদস্য এবং দর্শনার্থীরা।

সবাই হাতে হাত লাগিয়ে জল দিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণে আনল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে এত বড় মেলা হচ্ছে, প্রচুর সিকিউরিটি রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানে দমকলের কি থাকা উচিত ছিল না– এই প্রশ্ন উঁকি মারছে। আজকে মেলা কমিটির তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদি এর থেকে বড় কিছু ঘটে যেত তাহলে এর জন্য দায়ী কে থাকতো? হাজার হাজার মানুষ এই ঠাকুর বেরোনো দেখার জন্য উপস্থিত হয়েছিল। যদি তাদেরও ক্ষতি হতো তাহলে তার দায় ভার কে নিত, উঠেছে এই প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *