করোনা সংক্রমণ এবার উলুবেড়িয়ার দমকল কেন্দ্রে

আমাদের ভারত, হাওড়া, ১৮ জুলাই: করোনার থাবা ক্রমশ জাঁকিয়ে বসছে উলুবেড়িয়া মহকুমায়। বিভিন্ন এলাকা থেকে নতুন করে আক্রান্তের খোঁজ মেলায় বিভিন্ন জায়গায় দুপুর ১২টার পর থেকে দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও একশ্রেণির মানুষের হঠকারিতার জন্য সংক্রমণের রাশ কিছুতেই টানা যাচ্ছে না। গত কয়েকদিন উলুবেড়িয়ার বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দফতরে করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর এবার উলুবেড়িয়া দমকল কেন্দ্রের এক কর্মীর শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল।

জানাগেছে, গত কয়েকদিন ধরে আক্রান্ত ওই কর্মী জ্বর, সর্দি সহ নানা উপসর্গ নিয়ে ভুগছিলেন। সম্প্রতি তার লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, ওই কর্মীকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করা হবে। উলুবেড়িয়া দমকল কেন্দ্র সূত্রে খবর, কেন্দ্রের বাকি ৫৫ জন কর্মীর ও লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। দমকল আধিকারিকদের সন্দেহ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর কর্মীরা উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় স্যানেটাইজ করতে যাচ্ছেন খুব সম্ভবত কোনও একটি জায়গা থেকে ওই কর্মীর শরীরে করোনা সংক্রমণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *