আমাদের ভারত, হুগলী, ৭ জানুয়ারি: ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগল একটি জেরক্স ও স্টেশনারি দোকান। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে হুগলীর পান্ডুয়ার গরুহাটতলায়। ঐ দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে গরু হাটে আসা ব্যাক্তিরা। প্রথমে তারা দোকান মালিককে ঘটনার কথা জানান ও পরে পান্ডুয়া দমকল বিভাগে ঘটনা কথা জানান। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এসে দোকানের তিনটি তালা ভেঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান মালিক সেখ রহিস বেশ কিছুদিন যাবৎ দোকান বন্ধ রেখে ছিলেন এবং তার দোকানের ভেতরে একটি লাইট ও পাখা চালিয়ে রেখে ছিলেন। পাখাটি গরম হয়ে গিয়ে পুড়ে যায় এবং এই থেকেই বিপত্তি বলে জানা যায়।
দোকান মালিক অবশ্য এই লাইট ও ফ্যান জ্বালিয়ে রাখার ঘটনাটি অস্বীকার করে। পান্ডুয়া দমকল বিভাগ দ্রুততার সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণ আনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি বলে জানান দোকান মালিক।