আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: এক তৃণমূল কর্মীর জমিতে থাকা সেচ পাম্পে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নারায়ণগড় থানার কুসুম ডাঙ্গা এলাকায়। সন্দেহের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
জানাগেছে, মঙ্গলবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কুসুমডাঙ্গা গ্রামের পেশায় কৃষক ঝন্টু গিরির জমির মাঝখানে থাকা একটি সেচ পাম্পে কয়েকজন দুষ্কৃতি আগুন লাগিয়ে দেয়। ঝন্টু গিরি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। আগুন লাগানোর ফলে সেচ পাম্পের জন্য নির্মিত অস্থায়ী ছাউনি সহ পুড়ে ছাই হয়ে যায় ইলেকট্রিক মিটার। মঙ্গলবার সকালে জমিতে যাওয়ার পর আগুন লাগানোর বিষয়টি তার নজরে আসে। ঝন্টু গিরির অভিযোগ, দিন কয়েক আগে তার দোকানে বিজেপির কিছু দুষ্কৃতী ভাঙ্গচুর চালিয়ে তাকে মারধর করেছিল বলে তিনি থানায় অভিযোগ করেছিলেন। নারায়ণগড় থানায় সেই অভিযোগ লিখিতভাবে দায়ের করার পরেও কেউ গ্রেপ্তার হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ মঙ্গলবার ওই তৃণমূল কর্মীর জমিতে থাকা সেচ পাম্পে আগুন ধরিয়ে দেওয়ায় এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। নারায়ণগড় থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।