সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:
রবিবার ছুটির দিনে বিধ্বংসী আগুন লাগল রাজাবাজার চালপট্টিতে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে চরম সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় রাজাবাজার চালপট্টি এলাকা।
দ্রুত আগুন ছড়িয়ে পড়া রুখতে চারপাশ থেকে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রথমে তিনটি ইঞ্জিন কাজ শুরু করলেও পরে আগুন নিয়ন্ত্রনে আনতে ৯ টি ইঞ্জিন পাঠানো হয়। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে গোটা চালপট্টিতে। পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। বাজার গ্রাস করে পাশের একটি বাড়িতেও। বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। তবে, হতাহতের কোনও খবর নেই। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।