কোলাঘাটের নোনাচক গ্রামে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন, পুড়ে ছাই ২টি বাইক-সহ অন্যান্য সরঞ্জাম

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মার্চ: কোলাঘাটের নোনাচক গ্রামে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন। মজুত করা তেল বেআইনিভাবে বিক্রির অভিযোগ। মজুত তেলে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা ২টি বাইক ও অন্যান্য সরঞ্জাম। অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর শব্দে ফেটে যায় তেলের ট্যাঙ্ক। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেপাত্তা বাড়ির মালিক, অসুস্থ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে।

দুপুর ১ টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে বাড়ির মধ্যে তেল মজুত করে রাখতেন শুকদেব প্রামাণিক নামে এক ব্যক্তি। বেআইনি ভাবে সেই তেল নিয়েও চলত ব্যবসা। সূত্রের খবর, এই তেল মজুত রাখার পর তা দিয়ে চলত বেআইনি ব্যাবসা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ভেতরে থাকা দুটি বাইক ও ভেতরে থাকা সমস্ত সরঞ্জাম পুড়ে যায়। তেলের টাঙ্ক ফেটে বিকট শব্দের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা খবর দেয় কোলাঘাট থানায়।

কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কর্মরত একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। তাকে কোলাঘাটের পাইকপারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বেপাত্তা বাড়ির মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *