মছলন্দপুর স্টেশনে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে ছাই সর্বস্ব

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি: একের পর এক অগ্নিকাণ্ড শহরে। ফের রাতে স্টেশন চত্বরে আগুন। গভীর রাতে শিয়ালদা বনগাঁ শাখায় মছলন্দপুর স্টেশনে বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান। গায়ে গায়ে ঝুপড়ি ও দোকান হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকান ও ঝুপড়িগুলি। প্রাথমিক ভাবে বাজারের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত দেয়।

স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ১নম্বর প্লাটফর্ম লাগোয়া রেল ঝুপড়িতে রাত একটা নাগাদ আগুন লাগে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। লকডাউনের কোপে এমনিতেই আর্থিক সঙ্কট। তার ওপর এই কোপে কার্যত সর্বস্বান্ত দোকান মালিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছে বহু সামগ্রী। রেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় অশোকনগর থেকে বনগাঁ পর্যন্ত। আপ ও ডাউন ট্রেন সহ মালগাড়ি দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ঘটনার পর থেকেই স্টেশন মাস্টার মাইকে বার বার ঘোষণা করে সাধারণ মানুষকে নিরাপত্তা জায়গায় যেতে বলেন। প্ল্যাটফর্ম লাগোয়া ছটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন যাত্রীরা কয়েক ঘন্টার জন্য সমস্যায় পরলেও, ভোর চারটে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *