আমাদের ভারত, হলদিয়া, ৩০ জুলাই : হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারের বেসমেন্টে আগুনের ধোঁয়া দেখে আতঙ্কের সৃষ্টি হয়। কর্মীরা ছোটাছুটি শুরু করেন।
আজ সকালে হঠাৎ হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারের বেসমেন্ট থেকে ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে কর্মচারীরা। ধোঁয়া হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফোন করে দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কি কারনে এই আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে। প্রথমিকভাবে অনুমান করা হচ্ছে সর্টসার্কিট থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বন্দরের বিদ্যুত দপ্তরের ইঞ্জিনিয়াররা রয়েছেন পুরো ব্যপারটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরই বিদ্যুৎ বিচ্ছন্ন করা হয় এই প্রশাসনিক ভবনের। তবে এই ঘটনায় কর্মীরা বেশকিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়ার উৎসস্থল খুঁজে দেখা হচ্ছে।


