গভীর রাতে বাড়িতে আগুন, ভস্মীভূত তিনটি মোটরবাইক নগদ টাকা ও আসবাবপত্র

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ডিসেম্বর: গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি মোটর বাইক, নগদ টাকা, রান্নার বাসন পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের।

ওই গ্রামের বাসিন্দা প্রবীর পালের বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত বারোটা নাগাদ হঠাৎই পাশের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে লক্ষ্য করে পরিবারের সদস্যরা। এর পরেই ঘুমন্ত অবস্থায় থাকা পরিবারের অন্যান্য সদস্যদের ঘর থেকে বার করে নিয়ে আসা হয়। তারা উঠে দেখেন গোটা রান্নাঘর সহ পাশের ঘরে মোটরবাইক রাখা ছিল, সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। দমকল বাহিনীকে খবর দিলে প্রায় একঘন্টা বাদে এসে পৌঁছায় দমকল। ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি ঘরসহ চালার সেড, হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে টালির চালার সেডটি।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানায় পুলিশ। কিন্তু কিভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *