স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ডিসেম্বর: শনিবার রাতে পলাশীপাড়া থানার রুদ্রনগর এলাকায় একটি পোল্ট্রি ফার্ম আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মুরগি সহ সমস্ত কিছুই পুড়ে যায়। প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রনগর মাঠ পাড়ায় বিনীল বিশ্বাস দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি মাঠে পোল্ট্রির ফার্ম করেছিলেন। বর্তমানে ওই ফার্মে প্রায় চার হাজার মুরগি ছিল। শনিবার রাতে মুরগির বাচ্চাদের তাপ দেওয়ার জন্য বেশ কয়েকটি বাল্ব ওই জায়গায় জ্বলছিল। রাত দুটো নাগাদ বিনীলবাবু ফার্ম থেকে আগুন বেরতে দেখেন। তিনি তাড়াতাড়ি বাড়ি থেকে ফার্মে চলে যান। আগুন দ্রুত ছড়াতে থাকায় আশেপাশের মানুষজন সেখানে পৌঁছে যায়। তারা নিজেরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।
বিনীলবাবু বলেন, আমার সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে গেল। আমার প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হল। এখন সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমার খুব উপকার হয়।