কোভিড বিধি ভঙ্গের অভিযোগে সাংসদ, ছয় বিধায়ক সহ বিজেপির ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর পুরুলিয়া সদর থানায়

সাথী দাস, পুরুলিয়া, ৩১ অক্টোবর: কোভিড বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির সাংসদ, ছয় বিধায়ক সহ ৩৪ জন নেতার বিরুদ্ধে এফআইআর পুরুলিয়া সদর থানায়। পুরুলিয়া সদর থানার পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তোড়জোড় শুরু করেছে। এফআইআর তালিকায় পুরুলিয়া কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, কাশিপুরের কমলাকান্ত হাঁসদা, রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরি ও পাড়া কেন্দ্রের বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ছাড়াও বিজেপি জেলা সভাপতি, নেতা-নেত্রীদের নাম রয়েছে।

এই প্রসঙ্গে পুলিশ ও তৃণমূলের দিকে তোপ দেগে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিজেপি কিছু করলেই তৃণমূলের পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করে। এই ক্ষেত্রেও তাই হয়েছে।” পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি বলেন, তৃণমূল মিছিল মিটিং করলে কিছু হয় না, বিজেপি করলেই বিধি ভাঙা হয়। এটা কোন নীতি?

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের টিকাকরণে সাফল্য জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয় পুরুলিয়া জেলা বিজেপি। শনিবার এই লক্ষ্যে পুরুলিয়া শহরে মিছিল ও পথসভা করে তারা। সাংসদ এবং দলের বঙ্গ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতকে সামনে রেখে মিছিল করে জেলা বিজেপি। সেখানে ছয় বিধায়ক ও জেলা নেতৃত্ব সক্রিয়ভাবে অংশ নেন। আর এতে অনুমোদন ছাড়াই কর্মসূচি করা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কোভিড বিধি নিষেধ ভাঙার অভিযোগের ভিত্তিতে
এফআইআর করে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *