সাথী প্রামানিক, পুরুলিয়া, ৬ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের ছাত্র সংসদ। আজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সুমন কুমার দে জানান, ”
অধ্যক্ষ ও পরিচালন কমিটির সদস্যদের কাছে আমরা এই নিয়ে অনুরোধ রেখেছিলাম। তাঁরা সম্মতি ও অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১১,০০০ টাকা আমরা প্রদান করলাম। এর জন্য ছাত্র সংসদের সদস্যদের ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানাই।