আমাদের ভারত, কোচবিহার, ১ ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কোচবিহারের রাসমেলা ময়দানে সিএএ ও এনআরসি বিরোধী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর সবচেয়ে বড় বাজেট বক্তৃতা দিয়ে রেকর্ড করেছেন অর্থমন্ত্রী। তিনি এই বাজেট বক্তৃতাকে ফাঁকা ঢেকির আওয়াজ বেশি বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, শেয়ারবাজারে ধস প্রমাণ করে এই বাজেটকে তারা কীভাবে দেখছেন। দিশাহীন এই বাজেট, সাধারণ কৃষকদের নিয়ে এই বাজেটে কিছু বলা হয়নি, কর্মসংস্থান উপেক্ষিত রয়েছে। এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনিও ওই বাজেটের তীব্র সমালোচনা করেন এবং এই বাজেটকে দিশাহীন বলে দাবি করেন।