পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১০ এপ্রিল: অবশেষে বেলদা- কাঁথি রাজ্য সড়কের নতুন করে সংস্কার ও সম্প্রসারণের জন্য মাপজোপের কাজ শুরু হলো আজ। সোমবার নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে দেখা গেল সেই চিত্র।
প্রসঙ্গত, প্রায় ৯২ কোটি টাকা ব্যায়ে বেলদা- কাঁথি রাজ্য সড়কের প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা নতুন করে সংস্কার ও সম্প্রসারণ হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে যার অর্থ বরাদ্দের পাশাপাশি টেন্ডার প্রক্রিয়াও প্রায় সম্পূর্ণ বলে সূত্রের খবর। এবার রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে চলছে মাপজোপের কাজ। সোমবার সেই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে।