আমাদের ভারত, কলকাতা, ২৬ জানুয়ারি: অবশেষে মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবস মেলাল দুজন কে। তবে, রাজ্যপালই এগিয়ে গিয়ে কথা বলেন। দু’জনের মধ্যে মিনিট দুয়েক কথা হয়।
রেড রোডে কুচকাওয়াজ শেষে নিজের মঞ্চে থেকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ২ মিনিট এর কাছেকাছি দুজন বার্তালাপ বিনিময় করলেন। রাজ্যপালের কথায় হেসে উত্তরও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর রাজ্যের প্রথম মহিলা তথা রাজ্যপালের পত্নী সুদেশ ধনকাড় এর সঙ্গে ও কথা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।