স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ আগস্ট: আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট সোনার দোকানে। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকলো আটজন। এরপর দোকানে কর্মচারীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পরল চারজন।
সূত্রের খবর, তিনটি মোটরসাইকেল চেপে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওই ডাকাত দল। চলে পুলিশের সাথে গুলির লড়াই। এদিন ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাটের “সেনকো গোল্ড” এর শাখায়। জানা যায়, সোনা, রুপো, বিভিন্ন মূল্যবান ধাতুর অলকার তো বটেই এমনকি হীরে এবং অন্যান্য মূল্যবান পাথরও ডাকাতি হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।