নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ নভেম্বর:
বাংলার মসনদে বসা নিয়ে দিবা স্বপ্ন দেখছেন অমিত শাহ, শনিবার কলকাতা পুরসভায় বসে এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, অবাস্তবের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ দিবা স্বপ্ন দেখছেন। তার এই দিবা স্বপ্ন কখনই সফল হবে না।
প্রসঙ্গত, বিজেপি বাংলার মাটিতে আগামী দিনে ক্ষমতায় আসছে। শুক্রবার সল্টলেকে আত্মবিশ্বাসের সাথে এই দাবি করেছেন অমিত শাহ। রাজ্য বিজেপি নেতাদের ২০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রাও ঠিক করে দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই আজ ফিরহাদ হাকিম বলেন, বাংলার মাটি কখনই বিজেপি দখল করতে পারবে না। বাংলার মাটিতে শেষ কথা বলবেন মানুষ। দিল্লি থেকে এসে বাংলার মাটিতে কেউ শেষ কথা বলবে না। মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সবকিছু বুঝিয়ে দেবে।
ফিরহাদ আরও দাবি করেন, বাংলার মানুষ বলছেন মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। অমিত শাহ যতই দিল্লি থেকে এসে এরাজ্যে বৈঠক করুক, বাংলা দখল করার স্বপ্ন তার অধরাই থেকে যাবে বলে দাবি তার।