সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ আগস্ট: ভারত থেকে বাংলাদেশে অবৈধ্য পণ্য পাচার করার সময় পাচারকারীদের সঙ্গে বিএসএফের গুলির লড়াই চলে প্রায় এক ঘন্টা ধরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএসএফের গুলির ভয়ে পণ্য ফেলে বাংলাদেশে পালাল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পিরজপুর এলাকায়। উদ্ধার প্রায় ২৪ লক্ষ টাকার ওষুধ, কসমেটিক্স।

বিএসএফ সূত্রের খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ প্রায় ২০ জনের একটি দুষ্কৃতী দল নৌকা বোঝাই করে অবৈধ ভাবে ওষুধ, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেয়। সেই সময় বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজরে পড়ে। পিরোজপুর বিওপি খবর পেয়ে তাদের তিন দিক দিয়ে ঘিরে ফেলে। দুষ্কৃতীরা প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানদের দাঁ কুড়ুল নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। পরে জওয়ানদের লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়তে থাকে। পাল্টা বিএসএফ জওয়ানরাও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ভাবে প্রায় এক ঘন্টা ধরে চলে গুলির লড়াই। পরে বিএসএফ জওয়ানদের হাত থেকে প্রাণে বাঁচতে বাওড়ে ঝাপ দিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। পরে ওই নৌকাটিকে উদ্ধার করে সামগ্রীগুলি বাজায়াপ্ত করে।
১৫৮ নং ব্যাটেলিয়ানের সিও জানিয়েছেন, উদ্ধার হওয়া জিনিসগুলির বাজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ টাকা। ঘটনার পর পাচারকারীদের খোঁজে বিএসএফ জওয়ানরা এলাকায় তল্লাশি চালাচ্ছে।

