পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন খড়্গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াসা এলাকায় ভেঙ্গে পড়ল যুদ্ধ বিমান। প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচে এয়ার ফোর্সের পাইলট। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ।
দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি পড়ে যায়। ঘটনার পর রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ার ব্যাসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছোয়।