সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: শান্তি শৃংখলা বজায় রেখে অপরাধমূলক কাজের আইনগত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুরুলিয়া সদর থানার ওসিকে সংবর্ধনা দিল একটি স্বেচ্ছাসেবি সংস্থা। বুধবার, পুরুলিয়া সদর থানায় গিয়ে ওসি দীপঙ্কর সরকারের হাতে মানপত্র তুলে ফুলের তোড়া দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। উপহার প্রাপ্তি স্বীকার করে ওসি ওই সংস্থার আনা কেক কাটেন।থানা চত্বরে এই অনাড়ম্ভর অনুষ্ঠানে সংস্থার সদস্য সদস্যা ছাড়াও ছিলেন কর্মরত অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।
উদ্যোগী সংস্থা ‘ফাইট ফর পুরুলিয়া’র সম্পাদক সন্দীপ গোস্বামী জানান, ‘আজ আমরা এবং অনেক রাজনৈতিক দল পান থেকে চুন খসলেই নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে পুলিশের কুশপুতুল দাহ করি, কটুক্তি করতে ছাড়ি না। কোনও ঘটনার জন্য পুলিশের ভূমিকার সমালোচনা করে পথ অবরোধ করি। অথচ, পুলিশই আমাদের বিভিন্ন পূজা, উৎসব, অনুষ্ঠানে অতন্দ্র প্রহরীর কাজ করেন। শান্তি শৃংখলা বজায় রাখেন। পরিবারের চাওয়া পাওয়া দূরে সরিয়ে দায়িত্বের সঙ্গে কাজ করেন। তার পরও অকথ্য ভাষায় মন্তব্য শুনতে হয়। এই পরিবেশ ভাল কাজ করার জন্য হতে পারে না। তাই, পুলিশের সঙ্গে ভালোবাসার একটা প্রতীক গড়ে তুলতেই আজ আমরা এই সম্বর্ধনা জানালাম।
সন্দীপবাবু বলেন, ‘সদর থানার ওসি হাসি মুখে নীরবে কাজ করে চলেছেন। সাধারণ মানুষের অভিযোগ পেয়ে নিরলসভাবে তত্পরতায় সমস্যার সমাধান করে চলেছেন। তিনি আমাদের গর্ব এবং অহংকার।’
এদিকে আচমকা এই ধরনের অপ্রত্যাশিত ছিল পুলিশ মহলে। থানায় গান্ধীবাদি মানুষের উপস্থিতি উপলব্ধি করতে চোখ কচলাতেই হল পুরুলিয়া সদর থানার কর্মরত প্রহরীকে।