পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি: “পঞ্চম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস”গতকাল থেকে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল থেকে শুরু হয়ে এই কংগ্রেস আজ সমাপ্ত হবে।

মূলতঃ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলাকে নিয়েই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তর এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই তিনটি জেলার বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষক, বৈজ্ঞানিক এবং বিজ্ঞান বিষয়ে বিশিষ্ট গুণী ব্যক্তিরা এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তাদের মত প্রকাশ করবেন। বিভিন্ন গবেষণা লব্ধ জ্ঞান এখানে আদান প্রদান করা হবে।

