আমাদের ভারত, কলকাতা, ১৯ ডিসেম্বর: শনিবার থেকে ‘বনানী’ পত্রিকার পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, কলকাতা। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯১৮ সালে। পর পর তিন বছর অনুষ্ঠান হওয়ার পর করোনা অতিমারীর জন্য তিন বছর অনুষ্ঠান বন্ধ রাখতে হয়। তারপর তা আবার শুরু হয় গত বছর ২০২৪ থকে।
আগের অনুষ্ঠানগুলিতে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা যুক্তরাজ্য, উজবেকিস্তান, সৌদি আরব, ইজ়রায়েল, নেপাল, বাংলাদেশ ইত্যাদি। এ বছরের অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাহিত্য আকাদেমি ও সরস্বতী সম্মাননা প্রাপ্ত কেরালার খ্যাতনামা কবি ও সাহিত্যিক প্রভা বর্মা। প্রধান অতিথি থাকছেন, সাহিত্য আকাদেমি পুরস্কারজয়ী বিখ্যাত ঔপন্যাসিক ও কবি তপন বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় বিশেষ অতিথি হিসেবে থাকবেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ। মহারাজ, সচিব, প্রাবন্ধিক ও সমালোচক অধ্যাপক সুমিতা চক্রবর্তী এবং কেরালার কবি সন্তোষ অ্যালেক্স।
আমন্ত্রিত বিদেশি অতিথিরা হলেন ফ্রান্সের কবি জাঁ-ফ্রেদেরিক শ্যভেলিয়র, নেপালের আগত সাহিত্যিকদ্বয় অধ্যাপক ড: জীব লাল সাপকোটা ও অধ্যাপক মহেশ পৌডিয়াল এবং বাংলাদেশের কবি এলিসন চাকমা।
ভারতের অন্যান্য রাজ্য থেকে আগত অতিথিদের মধ্যে কবিতা পড়বেন মালয়ালাম, হিন্দি, গুজরাতি, উর্দু, ভোজপুরি, সাঁওতালি ও পাঞ্জাবি ভাষায়। ইংরেজি ভাষায় কবিতা পড়বেন কয়েকজন কবি। এছাড়া বাংলাভাষায় কবিতা পড়বেন শতাধিক কবি। এছাড়াও থাকবে অণুগল্প পাঠ এবং ‘উত্তর ঔপনিবেশিক অস্থিরতায় সাহিত্য’, ‘প্রতিবাদের কবিতা : সাম্প্রতিক প্রেক্ষাপটে’ ও ‘কাব্যনাট্য’। থাকবে যৌথ আলোচনা। সম্মেলনের সভাপতি নীলাঞ্জন শাণ্ডিল্য এবং সম্পাদক অধীরকৃষ্ণ মণ্ডল।

