মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রোগ্রেসিভ রুর‍্যাল মেডিক্যাল প্রাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চদশ সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: আজ মঙ্গলবার মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রোগ্রেসিভ রুর‍্যাল মেডিক্যাল প্রাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার প্রমুখ। এদিনের সম্মেলনে মোট ৩৩ জনের কমিটি গঠন হয়। নতুন জেলা কমিটির মুখ্য উপদেষ্টা হলেন সুব্রত সরকার, সভাপতি বুলু শঙ্কর ভুঁইঞা এবং সম্পাদক করা হয়েছে দিলীপ পানকে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে গ্রামীণ চিকিৎসকদের সংযুক্তিকরণ এবং প্রশিক্ষণ এই দুটি দাবিকে সামনে রেখে পুজোর আগে কলকাতায় মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এদিনের সম্মেলনে।

আজকের এই সম্মেলনে মেদিনীপুর এবং ঝাড়গ্ৰাম দুই জেলা মিলিয়ে প্রায় হাজার দুয়েক গ্ৰামীন চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত প্রত্যেক বক্তাই তাঁদের বক্তব্যে বলেন যে, সারাদেশে এই গ্ৰামীন চিকিৎসকরা নূন্যতম কম খরচে চিকিৎসা প্রদান করে গ্ৰামীন চিকিৎসক পরিকাঠামোকে টিকিয়ে রেখেছে এর জন্য এদের অজস্র ধন্যবাদ। রাজ্য বা কেন্দ্রীয় সরকার যখন এই গ্ৰামীন চিকিৎসকদের নূন্যতম প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, তখন ডিগ্ৰীধারী ডাক্তারবাবুরা (জনগণের করের টাকায় পড়াশোনা করে) আন্দোলন গড়ে তুলেছেন এদের বিরুদ্ধে, অথচ এরা নিজেরাও গ্ৰামে যাবে না মানুষের চিকিৎসা করতে, আর গ্ৰামীন ভারতের চিকিৎসা পরিকাঠামোটিকে আছে এই গ্ৰামীন ডাক্তারদের (যাদেরকে আমরা কোয়াক ডাক্তার বলি) জন্য। আজকের এই সম্মেলনে মূল বিষয়টি হলো এইসব গ্ৰামীন ডাক্তারদের নূন্যতম প্রশিক্ষণ দিয়ে চিকিৎসা পরিষেবা টিকিয়ে রাখতে তার ব্যবস্থা যেন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *