আমাদের ভারত, ২৩ আগস্ট: সোমবার জন্মাষ্টমী। আর সেই উপলক্ষে সেদিন চলবে কম মেট্রো। যদিও দুটি মেট্রোর ব্যবধানের ক্ষেত্রে সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। প্রতিটি রুটে প্রথম এবং শেষ মেট্রোও চলবে নির্দিষ্ট সময়ে।
রেল সূত্রে খবর, কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ২৮৮টি মেট্রো চলে। তবে সোমবার ওই শাখায় ২৩৪টি মেট্রো চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ এবং ডাউন শাখায় মোট ১০৬টি মেট্রো চলে। তবে ওই দিন ৯০টি মেট্রো চলবে।
এদিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ১৩০টি মেট্রো চলে। জন্মাষ্টমীতে ওই শাখায় মোট ১২২টি মেট্রো চলবে।