Bihar, BJP, গণনার আগের দিন বিহারে উৎসবের মেজাজ! দেদার বিকোচ্ছে ফুল- মালা, কেজি কেজি লাড্ডুর অর্ডার দিয়েছে বিজেপি

আমাদের ভারত, ১৩ নভেম্বর: রাত পোহালে বিহারে ভোটের ফল ঘোষণা, তার আগের দিনেই উৎসবের মেজাজ ধরা পড়লো বিহারে রাস্তাঘাট, চায়ের দোকান, পাড়ার মোড়ে। সব জায়গায় একটাই আলোচনা, কে সরকার গড়বে? কিন্তু এত কিছুর মধ্যে পোয়া বারো ফুল ও মিষ্টি ব্যবসায়ীদের। শাসক কিংবা বিরোধী তুই শিবিরেই সেলিব্রেশনের প্রস্তুতি এখন তুঙ্গে। জয়ী হবে কে? দুই শিবিরই আত্মবিশ্বাসী। অন্তত প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন দু’পক্ষই।

বিহারের নীতিশ- মোদীর ঝড় আসতে চলেছে, অধিকাংশ সংস্থার সমীক্ষা সে কথাই বলেছে। দেশের অন্যতম জনপ্রিয় সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়াও তাই বলছে। তবে তার মধ্যে কিছুটা অন্য কথা বলেছে অ্যাক্সিস সমীক্ষা। তারা বলেছে বিহারের লড়াই মোটেই একপাশে হবে না। এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে সেয়ানে সেয়ানে। তবে অ্যাক্সিস- এর সমীক্ষাতেও এগিয়ে এনডিআই।

এই এক্সিট পোলের ফলে বলিয়ান হয়েই এনডিএ শিবির জয় নিশ্চিত ধরে নিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে ৫০১ কেজি লাড্ডুর অর্ডার দিয়েছে কেন্দ্রীয় ভাবে বিজেপি। প্রচুর গাঁদা ফুল কেনা হচ্ছে। ফুল সরবরাহ করতে হিমশিম খাচ্ছে বিহারের ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত ফুল এসেছে ব্যাঙ্গালোর থেকে কলকাতা থেকে। তবে এটা কেন্দ্রীয় বিজেপির তরফের কথা। শাসক‌ পক্ষের বহু প্রার্থী এবং তাদের অনুগামীরা নিজেদের মতো করে আলাদা আলাদা সেলিব্রেশন করছে। পদ্ম শিবিরের কথায়, কর্মীদের ফুল, মিষ্টি, ডিজে, ব্যান্ড সব রেডি। ফলাফল প্রকাশ হলেই সেলিব্রেশন শুরু হয়ে যাবে।

কিন্তু বিরোধীরাও হাল ছাড়তে নারাজ। আর জে ডি ইতিমধ্যেই এক্সিট পোলের ফল নাকচ করে দিয়েছে। প্রকাশ্যে তারা বলছে, এক্সিট পোল মোদী- শাহ নির্দেশিত। আর জে ডি নেতারাও নিজেদের মতো করে সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, লালুর পরিবারের তরফেও ৫০১ কিলো লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে, কেনা হয়েছে ফুল- মালা।

এসবের বাইরের স্লোগান- পাল্টা স্লোগানে মুখরিত বিহারের আনাচ-কানাচ। আর জে ডির দাবি, এবার পালাবদল হচ্ছে। আর জে ডির অফিসের সামনে ইতিমধ্যেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে পোস্টারও পড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *